Jakariya1234 Subscriber 2 years ago |
এক যে ছিলেন বাদশাহ। নাম ইব্রাহীম আদহাম। কি শান শওকত ছিল তাঁর। হাতীশালে হাতী, ঘোড়াশালে ঘোড়া। আর লোক লস্করও ছিল অনেক। তাঁর ধনদৌলত ছিল অনেক অনেক।
বাদশাহর দিনগুলো ভালোভাবে কাটছিল। তিনি যখন প্রসাদ থেকে বাহিরে বের হতেন, তখন তার সাথে থাকত লোকলস্কর। আগে পিছে থাকতো শতজন দেহরক্ষী। তাদের হাতে অস্ত্র ঝকঝক করতো সূর্যের আলোয়।
একদিন এক ঘটনা ঘটলো। বাদশা বিশ্রাম করছিলেন বালাখানায়। বেশ রাত হয়েছে। একটু পরেই তিনি শয্যা গ্রহণ করবেন। এমন সময় শাহী বালাখানা ছাদের উপর যেন শব্দ শুনতে পেলেন।
বাদশাহ চমকে উঠলেন। কি ব্যাপার? আমার বিশ্রামের সময় ছাদের উপর পায়ের আওয়াজ। তিনি জিজ্ঞেস করলেন, ছাদের উপর কার পায়ের শব্দ শোনা যায়? কে ওখানে?
উত্তর পাওয়া গেল, আমার একটি উট হারিয়ে গেছে। সে হারানো উটটিই আমি খুঁজতে এসেছি আপনার ছাদে। বাদশাহ আদহাম বললেন, সে কি? উট হারিয়েছে? আর তাই খুঁজতে এসেছে আমার বালাখানার ছাদে? বেকুব আর কাকে বলে!
ছাদের উপর থেকে তখনি উত্তর শোনা গেল, ঠিক কথা, ঠিক। আপনি কি করছেন তাহলে? আপনিও তো আমার চেয়ে বেশি বেকুবি করছেন। আপনি বাদশাহ, বাদশাহী করছেন আর বাদশাহী তখতে বসে আল্লাহর খোঁজ করছেন।
Alert message goes here